শুভেন্দু ঝড়ে কাঁথি পৌরসভার ১৩ জন প্রাক্তন কাউন্সিলর তৃণমূল ছাড়লেন : মুখ‍্যমন্ত্রীকে চ‍্যালেঞ্জ

1st January 2021 9:42 pm রাজ‍্য
শুভেন্দু ঝড়ে কাঁথি পৌরসভার ১৩ জন প্রাক্তন কাউন্সিলর তৃণমূল ছাড়লেন : মুখ‍্যমন্ত্রীকে চ‍্যালেঞ্জ


নিজস্ব সংবাদদাতা ( পূঃ মেদিনীপুর ) : বিজেপিতে শুভেন্দু অধিকারী ঝড়ে বেসামাল কাঁথি পৌরসভা । ১৩ জন প্রাক্তন কাউন্সিলর স্বশরীরে উপস্থিত হয়ে তৃণমূল ছেড়ে বিজেপি শিবিরে যোগ দিলেন । আরো ২ জন শরীর অসুস্থ থাকার জন‍্য অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানিয়েছেন শুভেন্দু । আগামীদিনে কিভাবে হারাতে হয় তৃণমূল নেত্রীকে তা চ‍্যালেঞ্জ করেছেন শুভেন্দু । এখানেই শেষ নয় । কাঁথিতে আয়োজিত যোগদান মেলা মঞ্চে বক্তব‍্যের আগাগোড়ায় অত‍্যন্ত চাঁচাছোলা ছিলেন রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী । তার নিশানায় স্বয়ং মমতা ব‍্যানার্জী সহ অভিষেক ব‍্যানার্জী , সৌগত রায় , ফিরহাদ হাকিম । মমতা ব‍্যানার্জী র নাম করে চ‍্যালেঞ্জ করলেও বাকি তিনজনের নাম উচ্চারন করেননি শুভেন্দু । তোলাবাজ ভাইপো , মিনি পাকিস্তান মন্ত্রী , তোলাবাজ ভাইপোর জ‍্যাঠামশাই বলে একে একে কটাক্ষ করেছেন শুভেন্দু । তিনি বলেন , নির্বাচন করতে ভয় পায় এই সরকার । পৌরসভা , করপোরেশন এ ভোট হলেই হারবে । আগামী ৩০ শে জানুয়ারী র মধ‍্যে এমন অবস্থা হবে বাড়ি বাড়ি নকল ভোটের মেশিন নিয়ে দেখানোর লোক পাবে না তৃণমূল । এদিনের সভা মঞ্চে বিজেপি কর্মীদের উপস্থিতি যথেষ্ট উৎসাহিত করছে পদ্ম শিবিরকে ।





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।